প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রহনপুর পৌর মেয়র নতুন জায়গায় গরুর হাটের উদ্বোধন করেন 

রহনপুর পৌর মেয়র নতুন জায়গায় গরুর হাটের উদ্বোধন করেন 

540
0
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : জেলা প্রশাসকের চাঁপাইনবাবগঞ্জ এর নির্দেশক্রমে রহনপুর পৌরসভার গরুর হাটটি আজ সোমবার থেকে রহপুর ইউসুফ আলী সরকারি কলেজ এর পূর্ব পাশে ১ নং খাস খতিয়ান ভুক্ত প্রায় ৯ একর পরিমান (যার কিছু অংশ বাদ দিয়ে) জায়গায় স্হানান্তর করা হয়। আজ সকালে পৌর মেয়র মতিউর রহমান খান নিজ হাতে খাজনার রশিদ কেটে গরুর হাটের উদ্বোধন করেন। উল্লেখ্য যে, দীর্ঘ ১২ বছর যাবত হাটটি রহনপুর পৌর এলাকার স্লুইস গেট এর পাশে বসানো হত ফলে সৌন্দর্যমন্ডিত শিশুপার্কটি নস্ট হয়ে যেত এবং এলাকার  ব্যস্ততম আঞ্চলিক সড়ক রহনপুর-আড্ডা রোডের তেঁতুলমোড় এ যানজট লেগেই থাকতো। যানজটের কারনে সাধারন চলাচলকারী যানবাহন, মানুষ সহ স্কুল- কলেজগামী শিশু-কিশোর শিক্ষার্থীদের বিড়ম্বনায় পরতে হত। এ বিষয়ে পৌর মেয়র মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঐ জায়গাটি ১নং খতিয়ানের জায়গা যা দীর্ঘদিন যাবত এলাকার কতিপয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ভোগদখল করে খাচ্ছিল আমি মেয়র এর দায়িত্ব নেয়ার পর স্লুইস গেট এর এই ছোট জায়গা থেকে হাটটি কে বড় জায়গায় স্থানান্তর জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলে, সম্ভবতা যাচাইয়ের জন্য তিনি তা পরিদর্শন করিয়ে আমাকে হাট বসানোর অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান জেলা প্রশাসক মহোদয় রহনপুর পৌর এলাকার জনস্বার্থে গরুর হাটটি কে স্লুইস গেট এর পাশ থেকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ এর পূর্ব পাশে সরকারি জায়গায় বসানোর নির্দেশ প্রদান করলে আমি পৌর মেয়র সাহেব কে তা তাৎক্ষণিক ভাবে জানিয়ে দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য।