প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন র‍য়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল কর্তৃপক্ষ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন র‍য়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল কর্তৃপক্ষ

234
0

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১ জুন-২২ পদ্মা টাইমস অনলাইন পত্রিকায় প্রকাশিত “রাজশাহীতে বন্ধ হলো ৪০টি অবৈধ ক্লিনিক -ডায়াগনস্টিক” সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বাগমারা উপজেলার বেশ কয়েকটি ক্লিনিকের নাম এর মধ্যে র‍য়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড ডায়াগনস্টিক সেণ্টারের নাম উল্লেখ করা হয়েছে।

বাগমারায় র‍য়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড ডায়াগনস্টিক নামে একটি মাত্র প্রতিষ্ঠান রয়েছে। যা রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় অবস্থিত।
প্রকাশিত সংবাদের কোন ভিত্তি নেই, এই রকম সংবাদ আমারসহ অন্যান্য ক্লিনিক মালিকদের জন্য হুমকি স্বরুপ। আমাদের প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি করতে খন্দকার মসজিদের পার্শে জায়গা ক্রয় করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানটি বাগমারা উপজেলাতে বি গ্রেড। যা রাজশাহীর কয়েকটির মধ্যে একটি। প্রতিষ্ঠানের কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই সঠিক আছে। কয়েক দিনের মধ্যে ক্লিনিক পরিদর্শন করার কথা রয়েছে। আমাদের সকল সেবার মান অক্ষুন্ন রাখা হয়েছে। এ মূহূর্তে এ ধরনের সংবাদ আমরা আশা করিনি। এমন বানোয়াট, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সরেজমিনে তদন্ত পূর্বক বস্তু নিষ্টু সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সাংবাদিককে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারীঃ
মোঃ আঃ মালেক সরকার