প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা সাফিনা পার্কে হাজারো দর্শনার্থীর ভীড়

সাফিনা পার্কে হাজারো দর্শনার্থীর ভীড়

362
0

আব্দুল খালেক, গোদাগাড়ী: ঈদের পরদিন থেকে আজ পর্যন্ত হাজারো দর্শনার্থী ভিড় করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে আজ সকাল থেকেই দর্শনার্থীরা পার্কে আগমণ শুরু করেন।

দেখা যায়, ঈদ উপলক্ষে পারিবারিক সময় কাটাতেই মূলত আসছেন দর্শনার্থীদের বড় অংশ। বিশেষ করে শিশুদের বিনোদনের কথা চিন্তা করেই গোটা পরিবার পার্কে আসছেন। এ ছাড়া তরুণ-তরুণী, বন্ধুবান্ধব মিলেও অনেকে আসছেন।

দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, অটো ও বাসে করে পার্কে আসছেন। ঈদের পরবর্তী সময়গুলোতে পার্কের কারণে আমনুরো রোডে প্রচুর ভীড় দেখা যায়। ডাইংপাড়া থেকে শুরু করে পার্ক পর্যন্ত প্রচুর গাড়ী যাতায়াত করতে দেখা যায়। এতে উঠতি বয়সের ছেলে-মেয়েরা পার্কে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে।

ঈদের দিন বিকেল বেলা ও পরের দিনতো আমনুরো রোডে গাড়ীর জানজট লেগেই ছিল।

প্রকৃত বাঘ না থাকলেও রড-সিমেন্ট দিয়ে তৈরি দৈত্যাকার বাঘতো আছে, আছে নানা রকম বাহারী রঙ্গের ফুলের গাছ, ঝর্ণা, শিশুদের রাইড, নৌকা রাইড, ৫ডি মুভি, ট্রেন আছে নৌকা ভ্রুমন। অল্প খরচে পার্কটি আপনি ঘুরে আসতে পারে নির্দিধায়। নাটোরের গ্রীণভ্যালি কিংবা রাজশাহীর জিয়া পার্কের চেয়ে কোন অংশেই কম নয়। গোদাগাড়ীর বরেন্দ্রাঞ্চলে পোড়া মাটির এ অঞ্চলটিতে খাঁ খাঁ রৌদ্রের তাপদাহে যখন মানুষ তটস্থ ঠিক তখনই একটু স্বস্থির আশায় দিগরামের খেজুর তোলায় অবস্থিত মনোরম দৃশ্যের এ পার্কটিতে আপনি পাবেন স্বস্থির ঠিকানা। একটু বড় করে নিশ্বাস নেয়ার জায়গা।

চাকরী-বাকরী, অফিস-আদালতে কাজ করতে করতে এক ঘেয়েমি চলে আসা। বউএর সারাক্ষণ খিটখিটে মেজা দেখতে আর ভালো লাগেনা। তো কি হয়েছে।
সাফিনা পার্কতো আছে। আপনি চলে আসতে পারে একটু স্বস্তির নিশ্বাস ফেলার জন্য এ পার্কটিতে।

গোদাগাড়ীর সাফিনা পর্কে হাজারো মানুষের ঢল। এ যেন মানুষে মানুষে সকল ভেদাভেদ ভুলে একিভুত হওয়ার এক মিলন স্থান।

আব্দুল খালেক
সম্পাদক
জিখবর নিউজ পোর্টাল
ও দৈনিক রাজবার্তা

 

 

 

♣ কম্পিউটার শিক্ষা:: ♠