প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে জুম্মার নামাজ শেষে মেয়র প্রার্থী সুজনের মতবিনিময়

তানোরে জুম্মার নামাজ শেষে মেয়র প্রার্থী সুজনের মতবিনিময়

354
0

সাইদ সাজু, তানোর প্রতিনিধি:  রাজশাহীর তানোর পৌর এলাকার ৩নং ওয়ার্ড চাপড়া গ্রামের মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদসহ গ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুছল্লীসহ গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী আবুল বাসার সুজন।
আজ (১৮ই সেপ্টেম্বর) শুক্রবার জুম্মার নামাজ শেষে মুছল্লীসহ গ্রামবাসীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনীময় করেন তানোর পৌর সভা নির্বাচনে আ’লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল বাসার সুজন।
এসময় তিনি চাপড়া গ্রামের লোকজনের কাছে গ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাষ দিয়ে আগামী নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যশা করেন।
এসময় মুছল্লীসহ গ্রামাবাসীরা বলেন, ধর্নাঢ্য পরিবারের সন্তান উদান মনের অধিকারী আবুল বাসার সুজন তানোর পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজকর্ম ও দান অনুদান দেয়াসহ যুবকদের মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলার আয়োজন করছেন।
গ্রামবাসী ও মুছল্লীরা আরো বলেন, ধর্নাঢ্য পরিবারের সন্তান হয়েও আবুল বাসার সুজন অবহেলীত তানোর পৌর সভাকে একটি উন্নত পৌরসভা হিসেবে পাওয়ায় পাওয়ার স্বপ্ন দেখছি।