প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তাহেরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

তাহেরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

204
0

বাগমারা প্রতিনিধি: রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় আজ শোক দিবস পালিত হয়েছে। বাঙ্গালী জাতির জীবনে সবচেয়ে কলঙ্কময় বেদনার দিন। ১৯৭৫ সালের এই দিনে কাক ডাকা ভোরে বিপদগামী কিছু সেনা সদস্য ধানমন্ডির ৩২নং বাড়িতে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স-পরিবারে হত্যা করে। সেই স্মৃতিকে স্বরণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙ্গালীর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আজ ১৫ই আগস্ট তাহেরপুর পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে মুজিব চত্ত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, নিরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর মৃধা মুনসুর, তাহেরপুর পৌর কৃষকলীগ সভাপতি আব্দুস সাত্তার প্রাং, তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাঃ তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাপস কুমার দাস পিন্টু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (রফিক) ও মাহাবুবুল হক শাহি, সহ-সভাপতি আমজাদ হোসেন মৃধা, তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান (মতলু), নির্বাহী প্রকৌশলী আঃ কাদের, সহকারী প্রকৌশলী হাসান, সহ-দপ্তর সম্পাদক জাহিদ আকরাম, আদায়কারী জাহাঙ্গির আলম, কার্যসহকারী হাবিবুর রহমান, কর আদায়কারী আশিস কুমার সহ সকল কর্মচারী বৃন্দ। তাহেরপুর পৌর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডোলির সদস্য আয়ুব আলী সরদার। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সকল ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর, তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ ও যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, আলমাস। পৌর ছাত্রলীগ সভাপতি নুরসাদ ও যুগ্ন সাধারণ সম্পাদক টিংকু। তাহেরপুর কলেজ ছাত্রলীগ সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন ও সাধারণ সম্পাদক কুরবান খাঁ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মন্ডোলি। সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল সদস্য প্রমূখ। অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়।