প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমারার তাহেরপুরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বাগমারার তাহেরপুরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

214
0

বাগমারা প্রতিনিধিঃ বাগমারার তাহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পতকা  উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রবিবার ৩১ বার  তোপধ্বণীর মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে জাতীয়  পতকা উত্তোলন   পরে তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  পুষ্পস্তব অর্পণ করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন  রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন  তাহেরপুর পৌর আওয়ামী লীগ, তাহেরপুর  পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর ডিগ্রী কলেজ, তাহেরপুর পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, তাহেরপুর  রিভার ভিউ বালিকা উচ্চ   বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহেরপুর পৌর  যুবলীগ , তাহেরপুর পৌর ছাত্র লীগ শাখার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়

এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ,  তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি  আবু বাক্কার মৃধা মুনসুর,  তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়া  উদ্দিন  টিপু, তাহেরপুর  পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব ও সাবেক কাউন্সিলর তাপস কুমার দাস পিন্টু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও মাহাবুবুল হক শাহী,  তাহেরপুর পৌর যুবলীগের  ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর  পৌরসভার প্রকৌশলী আবদুল কাদের ও সচিব  মোতলেবুর রহমান,  তাহেরপুর  ডিগ্রী কলেজ শাখার সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন  ও সাধারন সম্পাদক কোরবান  খাঁ সহ  কৃষক লীগ, যুবলীগ,  ছাত্র লীগ , বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা,  ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সভাপতি  ও সাধারন সম্পাদক   প্রমুখ।

******

গ্রাফিক্স ডিজাইন শিখুন অনলাইনে: বুক কাভার ডিজাইন