প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে নবনিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

তানোরে নবনিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

90
0
সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগ প্রাপ্ত শিক্ষকদের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, সহকারী শিক্ষা অফিসার আবু বাক্কার সিদ্দিক।
সহকারী শিক্ষা অফিসার নাসরিন খাতুন, সহকারী শিক্ষা অফিসার ওয়ালিউল্লাহ,তানোর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, তানোর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি শফিউর রহমান।
তানোর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল আলম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নবনিয়োগ প্রাপ্ত ১শ’ ৭ জন সহকারী শিক্ষক অভিভাবক ও নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য সকলকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নবনিযোগ প্রাপ্ত শিক্ষকরাও সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।