প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে ৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৬শ’ ২১ জন 

তানোরে ৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ৬শ’ ২১ জন 

139
0
সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোর উপজেলায় ৬টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৬শ’ ২১ জন পরীক্ষার্থী এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এর মধ্য ৪টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩২ জন। কেন্দ্র গুলো হলো তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ৭শ’ ৬৭ জন, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ২০ জন।
কিসমত বিল্লী স্কুল এ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ১৮ জন, মুন্ডমালা সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ২৭ জন।
অপর দিকে মুন্ডমালা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪শ’ ৫১ জন এবং চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ১শ’ ১৮ জন।
তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব মাইনুল ইসলাম সেলিম স্বপন বলেন, সুষ্ঠ ভাবে পরীক্ষা গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, আগামী ৩০ এপ্রিল সকাল ১০ টায় এক যোগে পরীক্ষা কেন্দ্র গুলো সুষ্ঠ ভাবে পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।