প্রচ্ছদ উপজেলার খবর তানোরে গভীর নলকুপ অপারেটরের কাছে জিম্মি প্রান্তিক আলু চাষীসহ কৃষকরা

তানোরে গভীর নলকুপ অপারেটরের কাছে জিম্মি প্রান্তিক আলু চাষীসহ কৃষকরা

325
0

সাইদ সাজু তানোর থেকে : রাজশাহীর তানোরে গভীর নলকুপ অপারেটরের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রান্তিক আলু চাষীসহ কৃষকরা। অপারেটরের অত্যাচারে অতিষ্ঠ আলু চাষীসহ কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশংকা করছেন এলাকাবাসী।

এঘটনায় গত (১৮ নভেম্বর) বুধবার গভীর নলকুপ স্কীমের কৃষকরা অপারেটরের অপসারণ ও কৃষকের মতামতের ভিত্তিত্বে অপারেটর নিয়োগের দাবিতে কৃষকদের পক্ষে আতাউর রহমান নামের এক কৃষক বাধি হয়ে বাদি হয়ে বিএমডিএ তানোর জোন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তানোরের পাঁচন্দর ইউনিয়নের জে-এল নং ৮০, কোচুয়া মৌজার ৫৪ নং দাগে অবস্থিত বিএমডিএ’র গভীর নলকুপ অপারেটর হাবিবুর রহমানকে স্কীমের কৃষকের মতামত উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় অপারেটর নিয়োগ দেয়া হয়।

ওই স্কীমের আওতায় আলু চাষ করা কৃষক আজিজুর রহমান, আফসার আলী ও আকতার হোসেন বলেন, গত বোরো মৌসুমে পানির স্থর নিচে নেমে যাওয়ায় স্কীমের ২শ’৫০বিঘা জমিতে সঠিক ভাবে সেচ দিতে না পারায় প্রায় ২০জন কৃষকের জমির ধান নষ্ট করে দিয়েছেন। কিন্ত অপারেটর হাবিবুর রহমান অতিরিক্ত মুনাফার লোভে স্কীমের বাইরের আরো ৭০বিঘা জমি স্কীমভুক্ত করেন।

কৃষকদের অভিযোগ, অপারেটর হাবিবুর বিভিন্ন অজুহাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলেও ড্রেন মেরামত, লাইনম্যান, ট্র্যান্সফর্মার মেরামত ভোল্টেজ বাড়ানো নৈশপ্রহরীসহ অফিস খরচ ও সিরিয়াল ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে জোরপুর্বক অতিরিক্ত টাকা আদায় করছে। কিন্তু গভীর নলকুপের আয় ব্যয়ের কোনো হিসাব তিনি কাউকে দেন না।

এবিষয়ে জানতে চাইলে অপারেটর হাবিবুর রহমান বলেন, এসব অভিযোগ সঠিক নয়, এক চেয়ারম্যান তার বিরুদ্ধে কৃষকদের লেলিয়ে দিয়েছেন। তাই কৃষকরা এমন অভিযোগ করেছেন। অভিযোগের কোন সত্যতা নাই বলেও জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে। তিনি বলেন, কৃষকের জন্যই গভীর নলকুপ, তাই কৃষকের মতামতের ভিত্তিতে গভীর নলকুপ পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।