সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে গনমাদ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নতুন ইউএনও মোঃ খাইরুল ইসলাম। সোমবার সন্ধ্যায তিনি তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে তানোর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিযে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, মডেল প্রেস ক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। রোববার (১৭ নভেম্বর) শেষ বিকেলে তানোরের ইউএনও কার্যালয়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে, রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের কাছে যোগদানপত্র দাখিল করেন।
তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তানোরে যোগদানের আগে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা মাদারীপুর। তানোরের নবাগত ইউএনও খায়রুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। তানোর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তানোর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন তিনি।