প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে রেশম প্রযুক্তি উন্নয়নে দিনব্যাপী সেমিনার      

ভোলাহাটে রেশম প্রযুক্তি উন্নয়নে দিনব্যাপী সেমিনার      

250
0
বি.এম রুবেল আহমেদঃ ভোলাহাটে বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত ভোলাহাট রেশম নার্সারি চত্বরে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর মহাপরিচালক আবদুল হাকিমের সভাপতিত্বে রেশম প্রযুক্তি উন্নয়ন, বিস্তার ও দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের (পরিকল্পনা অনুবিভাগে) এনডিসি, যুগ্মসচিব অলিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বাবেউবো রাজশাহীর (গবেষণা ও প্রশিক্ষণ)পরিচালক (যুগ্মসচিব) এ.কে.এম আমিরুল ইসলাম, বাবেউবো রাজশাহীর(অর্থ ও পরিকল্পনা) পরিচালক এম.এ মান্নান, বাবেউবো রাজশাহীর (প্রশাসন) পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, বাবেউবো রাজশাহীর(উৎপাদন ও বিপণন) পরিচালক নাসিমা খাতুন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, বাবেউবো রাজশাহীর(সম্প্রসারণ) পরিচালক এমদাদুল বারী ও বাবেউবো রাজশাহীর ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাখাওয়াত হোসেন। সেমিনারে উপজেলার রেশম চাষিরা উপস্থিত ছিলেন।