প্রচ্ছদ উপজেলার খবর ভোলা হাটের বিলভাতিয়ায় কৃষি ইপিজেড গড়ে তুলার দাবি

ভোলা হাটের বিলভাতিয়ায় কৃষি ইপিজেড গড়ে তুলার দাবি

256
0

বি.এম রুবেল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় দেশের ২য় বৃহত্তম বিল বিলভাতিয়াতে কৃষি ইপিজেডের দাবীতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফের্রুয়ারী বুধবার উপজেলা পরিষদ মিলনয়তনে উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন, সাবেক সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, সহকারী কমিশনার(ভূমি) শেখ মেহেদী ইসলাম, অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, পিয়ার জাহান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আরজেদ আলী ভুটু,মসফিকুল ইসলাম তারা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলি সাজেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলম সরকার, সাবেক উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আইয়ুব আলী মন্ডল,ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, সাংবাদিক জামিল হোসেনসহ স্থাণীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় উঠে আসে দেশের ২য় বৃহত্তম বিলভাতিয়ায় কৃষি ইপিজেড গড়ে উঠলে বিশাল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এলাকার মানুষের আয় বৃদ্ধি পাবে। ফলে এ এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কর্মসংস্থান সৃষ্টিতে অঞ্চল ভেদে উন্নয়ন জোন গড়ে তুলছেন। এর অংশ হিসেবে ভোলাহাট উপজেলার বিশাল বিলভাতিয়াকে কৃষি ইপিজেড গড়ে তুলে দেশের ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। আলোচনায় উঠে আসে বিলভাতিয়ায় কৃষি ইপিজেড গড়ে উঠলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করেন।