গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় সড়ক দূর্ঘটনায় মিহাদ(২০)নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রহনপুর -নাচোল সড়কের চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক ওই এলাকার আসাদুল হকের ছেলে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক সুজাউদ্দৌলা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সে মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনের রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের নিকট তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। Post navigation বাগেরহাটে মোরেলগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা গোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পাচ্ছে ১৬শ কৃষক