গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপা ইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সম্মেলনে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামের নামে মিথ্যা অপবাদ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, বিশিষ্ট ঠিকাদার মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবুল কালাম, তরিকুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল তার লিখিত বক্তব্য জানান, বৃহস্পতিবার উপজেলা প্রেসক্লাবে বোয়ালিয়া ইউনিয়নের নওদাপাড়ার ঝালু আলী আমার বিরুদ্ধে জমি দখলে সহায়তার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সে সময় আমি চেয়ারম্যানই ছিলাম না।তারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আমার বিরুদ্ধে এ মিথ্যা অপবাদ নিয়ে এসেছে।তারা জমি দখলকারীরা কেউ আমার অনুসারী না।