আব্দুল খালেক:
রাজশাহীর গোদাগাড়ীতে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোছা. উম্মে ছালমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. মুনসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে উম্মে ছালমা বলেন বিশ^ব্যাপী আবহওয়ার পরিবর্তন হচ্ছে, এ পরিবর্তনকে লক্ষ রেখে আবহাওয়ার সাথে সাথে আমাদের কৃষিকেও সেভাবে এগিয়ে নিতে হবে। কাদা ছাড়া পানি সাশ্রয় করে ধান রোপন করতে হবে। একটি জমিও অনাবাদি রাখা যাবে না। নতুন নতুন প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। ইউএনও বলেন আমাদের শিশুদের মাঝে অর্গানিক খাদ্য তুলে দিতে হবে। কেমিকেলযুক্ত চিপস, জুস ইত্যাদি পরিহার করতে হবে। সেই সাথে কৃষকদের আলু, পিঁয়াজ, আদা, রসুন যাতে পঁচে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। সুজলা সুফলা এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে নিতে কৃষির বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।