বি.এম রুবেল আহমেদঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে খরিপ-২/ ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে ভোলাহাট উপজেলার মোট ৬৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি রাসায়নিক সার প্রণোদনা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সুলতান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার, মোসাঃ সুবর্ণা খাতুন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার, ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারী, সুবিধাভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।