এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২০ (জানুয়ারী ) দুপুরে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ভোটাধিকার জনগণের একটি মৌলিক সাংবিধানিক অধিকার। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জনগণ স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন, তবে গণভোটের ক্ষেত্রে সরকার ও রাষ্ট্রের স্বার্থে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি।
তিনি আরও বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে। এবারের নির্বাচন অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ প্রণয়ন করা হয়েছে।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভবিষ্যতে দেশ কোন পথে চলবে, তা অনেকাংশেই নির্ভর করছে গণভোটে জনগণের ‘হ্যাঁ’ ভোটের ওপর এবং নির্বাচন-পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে সেই সনদ বাস্তবায়নের ওপর।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।
সমাবেশে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ গাড়ির মাধ্যমে গণভোট সম্পর্কিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।











