শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঈদ সামগ্রী বিতরণ সংক্রান্ত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ২৯ মার্চ বিকেল সাড়ে ৩টায় উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলা আনসার ও ভিডিপির সকল সদস্য, দলনেতা ও দলনেত্রীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে আনসার ও ভিডিপি দপ্তর জানিয়েছে, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বরাদ্দকৃত ঈদ সামগ্রী যথাযথ নিয়ম মেনে ২৫ মার্চ থেকে বিতরণ করা হয়েছে। যদি কোনো সদস্য নির্ধারিত সামগ্রী না পেয়ে থাকেন, তবে তা পরবর্তীতে সরবরাহ করা হবে—এ বিষয়েও পূর্বেই জানানো হয়েছিল। তবে, কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করায় জনমনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রমজান মাসে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য দাপ্তরিক নিয়ম মেনে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। যদি কোনো সদস্য এ বিষয়ে ভুল বোঝেন, তবে তা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা আনসার ও ভিডিপি দপ্তর জোর দিয়ে বলেছে যে তারা সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে বিশ্বাসী। যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করেন, তবে তা যথাযথভাবে তদন্ত করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি দপ্তর আশা প্রকাশ করেছে যে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সব ধরনের বিভ্রান্তির অবসান হবে।