প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমারার  তাহেরপুর  পুলিশ তদন্ত  কেন্দ্রের “মাদক বিরোধী ” অভিযানে গ্রেফতার – ৪

বাগমারার  তাহেরপুর  পুলিশ তদন্ত  কেন্দ্রের “মাদক বিরোধী ” অভিযানে গ্রেফতার – ৪

63
0
আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ  রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী  মহিলা সহ (৪) চার জনকে আটক করা হয়েছে।

২৭শে জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকায় মাদক বিক্রয়ের সময় তাদের মাদক ও নগদ অর্থ সহ চারজনকে আটক করা হয়।

আটক কৃতরা হলেন, রাজশাহী  বাগমারা থানা মাদক সম্রাট এমরান আলী, হাসান মন্ডল ও মাদক সম্রাজ্ঞী কোহিনুর ও চম্পা । এসময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ৮,৮০৫/-(আট হাজার আটশত পাঁচ) টাকা সহ আটক করেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের  চৌকস আইসি জিলালুর রহমান সহ তাঁর  সঙ্গীয় ফোর্স।

এবিষয়ে জানতে চাইলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমান বলেন, তাহেরপুর তদন্ত কেন্দ্র এলাকা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযানে তাহেরপুর হতে  কুখ্যাত মাদক ব্যাবসায়ী ৪ জন কে মাদক ও নগদ অর্থ সহ আটক করা হয়েছে। আটক কৃত দের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।