প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে মামলা করা...

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

123
0

গোদাগাড়ী প্রতিনিধি: বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজশাহী জেলা পরিবেশ আদালতে মামলাটি করেন আইনজীবি সালাহ উদ্দিন বিশ্বাস।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি আমলে নিয়ে আগামী ২২ মে শুনানির দিন ধার্য করেছেন।
সালাহ উদ্দিন বিশ্বাসের আইনজীবি রায়হান কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোড়াগাড়ী ইউএনওসহ ৫-৬ জন পরিবেশ দূষণ ও ক্ষতিসাধন করে পুকুর ভরাট করছেন। যা বাংলাদেশ পরিবেশ আদালত আইন ২০১০ এর ৬ (৩) ধারা মতে আদেশ। এজন্য তাদের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হয়েছে। মামলা নং ০১/সি ২০২৩, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক এর উপস্থিতিতে শুনানি পরবর্তী ধার্য তারিখ ২২/৫/২০২৩
এ বিষয়ে গোদাগাড়ী ইউএনও জানে আলম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। তবে তারা যে পুকুর ভরাট নিয়ে মামলা করেছেন সেটি ২০ বছর আগে ছিল। এখন সেখানে পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু এটি ভরাট করে চাষাবাস করতো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য এবং সেখানে পুকুর না থাকায় আমরা ডেভেলপ করছিলাম। তারা আমাদের হয়রানির জন্যই এটি (মামলা) করেছেন।’

ঘটনাটি ২১ জানুয়ারি ২০২৩, শনিবার, সকাল ১০ঘটিকার সময় গোদাগাড়ী ১নং ইউনিয়ন, মৌজা পরমানন্দপুর, জেএল নং ১৮৮, দাগ নং ২৮৫, ১নং খাস খতিয়ান, রকম- পুকুর, জমি- ০.৫৮ একর।