প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

86
0

চাঁপাইনবাবগঞ্জের (ভোলাহাট) প্রতিনিধি: চাঁপাইনবাবগজ্ঞ ভোলাহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ঃ৩০ মিঃ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইয়াজদানী আলীম আল-রাজী জর্জ এর সভাপতিত্বে, এবং সদস্য সচিব মো:আব্দুল কাদের এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম – আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃশাহনাজ খাতুন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক মেম্বার আতাউর রহমান, সদর ইউনিয়নের আহবায়ক,মেম্বার মো আজিজুল হক,ও সদস্য সচিব মামুন অর রশিদ, ২নং ইউনিয়নের আহবায়ক মেম্বার মোঃ রহমত আলী, মেম্বার মোঃহাসান আলী,সাবেক মেম্বার মোঃআলফাজ উদ্দিন (হিরো) সাবেক মহিলা মেম্বার মোসাঃ রমেশা রেনু,মহিলা মেম্বার নার্গিস আরা, লাইলী বেগম,মোসাঃ সোহাগী,যুবদল নেতা, মোঃ আজিম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- আহবায়ক মাসুদ রানা ও ছাত্রনেতা মোঃ হাবিব আলী প্রমুখ। বক্তারা বলেন, আজকের এই দিনে স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথে এক অনন্য বিস্ফোরণ ঘটে। ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।আলোচনা সভা শেষ দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।