প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ রোধে মাস্ক ও লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ রোধে মাস্ক ও লিফলেট বিতরণ

185
0

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৩ জুন) পৌর শহরের বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ৫০ বিজিবির উপ অধিনায়ক মেজর মো: মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ জামান জুয়েল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ জেলা প্রশাসন, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্বাস্থ্যবিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।