জিখবর ডেস্ক: গোদাগাড়ীতে পুকুর থেকে ২০ মন মাছ চুরি করে নিয়েছে একটি চক্র। আজ রাত ৩টার দিকে কিসমত মলেদেবপুর দাগ নং ৫৩৫ জেএলনং ১৬৭ পুকুর থেকে প্রায় ২০মন মাছ চুরি করে। এ ব্যাপারে কামারপাড়া গ্রামের পাতুর ছেলে বাবু (৩০), মলেদেবপুর গ্রামের নাইমূল হকের ছেলে ওমর আলী (৩৫), একই গ্রামের নূরুল ইসলাম (২৫) সহ ৬/৭জনকে অভিযুক্ত করে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং পাহাড়পুর নামায গ্রামের ইয়াসিন আলীর ছেলে জয়নাল (৪৫) (ভুটভুটি চালক) কে ১০মন বিভিন্ন প্রজাতির মাছসহ হাতে নাতে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। বাকীরা পুকুর মালিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সম হয়। চুরি যাওয়া মাছের আনুমানিক মূল্য ১ ল ২০ হাজার টাকা।
গোদাগাড়ী মডেল থানার এজাহার সূত্রে জানা যায় মলেদেবপুর মৌজায় শরিফুল ইসলাম (৩৫) প্রায় দেড় বছর পূর্বে ১.১৯ একর পুকুরটি লীজ নিয়ে তারই ভাই সেরাজুল ইসলামকে দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত। আজ রাত ৩টার দিকে হঠাৎ জানতে পারে কামারপাড়ার বাবু তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে লীজকৃত পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। দ্রুত ঘটস্থলে গিয়ে গাড়ী চালককে ১০মন মাছ সহ ধরতে পারলেও মূল হোতারা পালিয়ে যেতে সম হয়।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় সকাল সাড়ে ৮টার দিকে একটি অভিযোগ হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
গোদাগাড়ীতে এ ধরনের ঘটনা প্রায় সময় ঘটেই চলেছে। মাছ চুরি যাতে না হয় সেজন্য কঠোর হস্তে দমন করার জন্য প্রশানের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।