প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়াই হবে নৌকা ও ঈগল পাখির

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়াই হবে নৌকা ও ঈগল পাখির

33
0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল – গোমস্তাপুর- ভোলাহাট)  আসনে বর্তমান ও সাবেক সাংসদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দীতার আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় চলছে শেষ মূহুর্তের প্রচার-প্রচারনা,জনসংযোগ ও পথসভা। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।এরমধ্যে দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী  সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস( ঈগল পাখি)  ও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হবে । দুজনই একই দলের অনুসারী হওয়ায় এর উত্তাপ নির্বাচনে পড়বে বলে অনেকে মনে করছেন। এ আসনে চির রাজনৈতিক প্রতিদ্বন্দী  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও  বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানের সাথে  স্বতন্ত্র প্রার্থী  (ঈগল পাখি)  দশম সংসদের সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  গোলাম মোস্তফা বিশ্বাসের দ্বন্দ্ব পুরোনো। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুই জন প্রার্থী মূল প্রতিদ্বন্দী হওয়ায় নেতা- কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে  পড়েছে । তারা ইতিমধ্যে নিজ নিজ অনুসারীর পক্ষে নির্বাচনী প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলের নেতাকর্মীদের ভোটের পাশাপাশি বিএনপি ও জামায়াতের ভোটারদের কাছে টানতে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। এ আসনে অন্য তিন  প্রার্থীরা হলেন,  বিএনএফের আজিজুর রহমান( টেলিভিশন),  জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুর রশিদ ও বাংলাদেশ কংগ্রেসের (ডাব) আব্দুল্লাহ আল মামুন। প্রসঙ্গত:তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৩১ হাজার ৪২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৪ হাজার ১৮২ জন ও মহিলা ভোটার২ লক্ষ ১৬ হাজার ৮৫৯ জন এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।