প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা 

গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা 

131
0
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণের, প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর)  গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন প্রাঙ্গনে রহনপুর পৌরসভার বিভিন্ন প্রাথমিকবিদ্যালয়ের  শিক্ষার্থীদের  অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ  দেলোয়ার হোসেন রনি, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ ইমতিয়াজ আহমেদ, সহকারী শিক্ষক পারুল পারভিন ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে সঠিকভাবে পরিচর্চা করতে হবে। আর সেটা শুরু করতে হবে পরিবার থেকেই। আপনাদের শিশুদের সুপ্ত মনের বিকাশ ঘটানোর দায়িত্ব অভিভাবক ও শিক্ষকদের। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ  ও পড়ালেখার গুণগত মান  অনেক উন্নত। পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য  সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অপরিসীম। এসব বিষয়ে উপজেলা প্রশাসন তার সাধ্যমত কাজ করে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর এই শিক্ষার্থীরাই। তাই তাদের প্রতি বিশেষ নজর ও খেয়াল রাখবেন।  আলোচনা সভায় রহনপুর পৌর  এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।