প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা কয়ের দাঁড়ায় যানবহনে চলন্ত পাঠাগারের শুভ উদ্বোধন

কয়ের দাঁড়ায় যানবহনে চলন্ত পাঠাগারের শুভ উদ্বোধন

271
0
হানিফ খন্দকারঃ কয়ের দাঁড়ায়  যানবহনে চলন্ত পাঠাগারের শুভ উদ্বোধন।
বই জ্ঞানের আলোক বর্তিকা। বই পড়ি আলোকিত হই, এই শ্লোগান নিয়ে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শহরে, নগরে, গ্রামে ও গঞ্জে গড়ে উঠেছে কত কত পাঠাগার কিন্তু মানুষ পরিবহনে অর্থাৎ যানবাহনে চলন্ত পাঠাগার এই শিরোনাম শুনেছেন  কি? বোধ হয় না। তবে শুনুন ” চলুক গাড়ি,  পড়ি বই, আমরা সবাই জ্ঞানী হই”। এই শ্লোগানকে সামনে রেখে যানবাহনে চলন্ত পাঠাগারের শুভ উদ্বোধনী জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কয়ের দাঁড়া, বোয়ালিয়া রাজশাহীতে অনুষ্ঠিত হয়। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু মোঃ আমিনুল হক রিন্টুর চিন্তা-চেতনার সৃজনশীল সৃষ্টি ” যানবহনে চলন্ত পাঠাগার ” গত বুধবার জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। “যানবাহনে চলন্ত পাঠাগার” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বইয়ের ফেরিওয়ালা নামে খ্যাত কাজী এমদাদুল হক খোকন। স্বশিক্ষায়,  সুশিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানের আলোয় আলোকিত হতে হলে পড়তে হবে বই গড়তে হবে পাঠাগার বা গ্রন্থাগার। বিধায় কাজী এমদাদুল হক দেশের সর্বত্রে চোষে বেড়ান গ্রন্থাগারের সন্ধানে । তিনি গ্রন্থাগার পেলেই পুলকিত হন এবং বিনামূল্যে অকৃপণ চিত্তে বই কিনে পাঠিয়ে দেন পাঠাগারের ঠিকানায়। এটাই তাঁর নেশা, দেশের মানুষ বই পড়ে নিজের মন-মানসকে করুক আলোঝলকিত এই যার চিন্তা তাইতো তিনি “বইয়ের ফেরিওয়ালা ” এই খেতাব তাঁর ললাটে অংকিত হয়েছে পেয়ছে শোভা। “যানবহনে চলন্ত পাঠাগার ” এর চিন্তার নায়ক ও প্রতিষ্ঠাতা বইবন্ধু মোঃআমিনুল হক রিন্টু আরও বলেন, যানবহনে করে আমরা অনেক দুর দুরান্তে যায় যেমন রাজশাহী থেকে ঢাকা,সিলেট, রংপুর, চট্টগ্রাম ইত্যাদি এতে আমরা অনেক অলস সময় অতিবাহিত করি উক্ত সময়কে কাজে লাগিয়ে আমরা পছন্দের ও ভালো বই পড়ে সময় কাটিয়ে অনেক জ্ঞান লাভ করতে পারব, অনেক অজানাকে জানতে পারব, অচেনাকে চিনতে পারব। যানবহনে চলন্ত পাঠাগার কার্যক্রমকে বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বিশেষ করে বাস মালিক সমিতি’র, বাস শ্রমিক কর্মচারীর সার্বিক সহযোগিতা কামনা করে। তাঁদের সহযোগিতায় অনেক মানুষ বই পড়ার সুযোগ পাবে এবং পাঠক বৃদ্ধি পাবে সে সাথে আলোকিত জাতি গঠনে সহায়ক হবে বলে মনে করি। প্রধান অতিথি বইয়ের ফেরিওয়ালা কাজী এমদাদুল হক খোকন বলেন, আমিনুল হক রিন্টুর মস্তিষ্ক প্রসূত চিন্তা চলন্তগাড়িতে বই পড়ার ব্যবস্থা বা যানবহনে চলন্ত পাঠাগার স্থাপন  এ এক মহৎ ও গুণি চিন্তা । তিনি এই মননশীল চিন্তা চেতনাকে সানন্দে সাধুবাদ জানান এবং অদুর ভবিষ্যতে  দেশের সব যানবহনে বিশেষ করে দূরপাল্লার যানবহনে চলন্ত পাঠাগার সুনামের সাথে স্থাপিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি যানবহনে চলন্ত পাঠাগার স্থাপনে সার্বিক সহযোগিতা করণে সুধীমহলকে এগিয়ে আশার আহ্বান জানান এবং হাইস্ট গাড়ির মালিক বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি ফজলে রহিম খোকন এর হাতে তুলে দেন যাত্রী পাঠকদের জন্য কুড়িটি বই । ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মোঃজামিল মোল্লাহ্ সভাপতি মোসাঃ রিজিয়া খাতুনের বক্তব্য শেষে প্রধান অতিথিকে সম্মাননা   ক্রেস্ট প্রদান করেন । অনুষ্ঠান সঞ্চালনায় লতারাণী মহন্ত ও সহযোগিতায় আহসান হাবীব বুলবুল।।