প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত

নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত

116
0

 নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি’র পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, রাজবাড়ী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হুমায়ুন কবির আজম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও অবসরপ্রাপ্ত শিক্ষক এরফান আলী। প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম জানান, এবছর অত্র বিদ্যালয় থেকে ৭৯জন এস এস সি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। নাচোলে মুক্তিযুদ্ধে নাচোল:পূর্বাপর রাজনীতি গ্রন্থের মোড়ক উন্মোচন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ.হ.ম আপেল আব্দুল্লাহ রচিত ‘মুক্তিযুদ্ধে নাচোলঃপূর্বাপর রাজনীতি ও ‘শ্রদ্ধা ও স্মরণের গদ্য’ গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকের ৪টায় মাস্টারপাড়ায় নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রিয়াদ ফারুকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড.আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয় এর প্রতিষ্ঠাতা ড. আহসান আলী, জেলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু, মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ন আহবায়ক ও মুক্তিযুদ্ধের সংগঠক মেহের আলী প্রমূখ। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ.হ.ম আপেল আব্দুল্লাহ রচিত ‘মুক্তিযুদ্ধে নাচোলঃপূর্বাপর রাজনীতি ও ‘শ্রদ্ধা ও স্মরণের গদ্য’ গ্রন্থ দু’টির মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।।