আব্দুল খালেক, গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ফাজিলপুর জানাযা মাঠে সাংবাদিকের মোবাইল চুরি হয়েছে। জানা যায় আজ গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস এর সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়। এদের জানাযা পড়তে যান সাংবাদিক সারওয়ার সবুজ। জানা শেষে কোন এক সময় তার এন্ড্রোইড মোবাইলটি পাঞ্জাবীর পকেট থেকে চোরের দল সুযোগ পেয়ে নিয়ে নেয়। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
অপর দিকে ওই একই জানাযায় আজ সড়ক দুর্ঘটনায় নিহত মিলন ড্রাইভারের ছোট ভাই কালুর মোবাইল ফোন চুরি হয়েছে। সেই সাথে অপর এক ব্যক্তির পকেট থেকে ৮০০টাকা চুরি হয়েছে।
মোবাইলের মডেল ইনফিনিক্স
মোবাইল নং
র্যাম ৬
রম ১২৮
০১৭১৫-৪০৮৮৭৪