প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা 

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা 

327
0
ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ১৯ কোটি  ৩৯ হাজার ৬৫ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার বিকেলে পৌর মিলনায়তনে  আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট পেশ করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন । এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব খাইরুল হক, প্যানেল মেয়র-১ জাহানারা পারভীন,  প্রতিটি  ওয়ার্ড কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । বাজেটে প্রারম্ভিক স্থিতি সহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৩৫ হাজার ৯০ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৪ কোটি ৩ হাজার ৯৭৫ টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকা। উন্নয়ন খাতে মোট ব্যায় ধরা হয়েছে ১৪ কোটি ৩৮ লক্ষ ৪ হাজার ৫৬৫ টাকা।সাংবাদিকদের প্রশ্নত্তোর পর্বে পৌর বলেন ২০২১-২০২২ অর্থবছরে নতুন কোন করারোপ করা হয়নি। তিনি আরও বলেন পৌরসভার কয়েকটি এলাকায় নিজস্ব কিছু অব্যবহৃত জায়গা-জমি রয়েছে সেগুলোতে নতুন করে অবকাঠামো/দোকানঘর নির্মান করে স্হায়ী আয়ের ব্যবস্হা করা গ্রহন করা হবে। এছাড়াও ড্রেনেজ,রাস্তাঘাট উন্নয়ন, রাস্তা প্রশস্তকরন,স্টেশন মাছ বাজার তৈরি,অবৈধ দখলদারদের উচ্ছেদসহ  ট্রাফিক জ্যাম নিরসনে উদ্যোগ গ্রহন করা হচ্ছে যা অচিরেই পৌরবাসী দেখতে পাবেন। তিনি আরও বলেন আমার দায়িত্ব গ্রহন করা মাত্র ৪ মাস হলো এর মধ্যে পানির সমস্যা সমাধানে পৌর সভার নিজস্ব অর্থায়নে ৬ নম্বর ওয়ার্ডে পানির পাম্প স্হাপন, কিছু ড্রেনের সংস্কার করা হয়েছে। আগামী দিনগুলোতে পৌরসভার উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।