প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা নওগাঁয় প্রতারনা করে নিন্মমানের হারভেস্টার মেশিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় প্রতারনা করে নিন্মমানের হারভেস্টার মেশিন দেয়ার প্রতিবাদে মানববন্ধন

344
0

নওগাঁ প্রতিনিধি: সরকারি ভূর্তুকির আওতায় নওগাঁয় ৫০ জন কৃষকের মাঝে এসিআই কোম্পানীর সরবরাহকৃত কম্পাইন হারভেস্টার প্রদানে অনিয়ম, দুনীতি ও কৃষকদের হয়রানির বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধ করেছে কম্বাইন হারভেস্টার মালিক সমিতি।
মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ মানববন্ধ কর্মসূচী পালিত হয়।
মাববন্ধনে কম্বাইন হারভেস্টার মালিক সমিতির সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মতিউর রহমান, সদস্য রুবেল হোসেন সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, একেকটি হারভেস্টার মেশিনের দাম ২৯ লাখ টাকা। যেখানে সরকার ভূর্তুকি দিয়েছে ১৪ লক্ষ টাকা। কিন্তু মেশিন বিক্রেতা কম্পানি এসিআই নিন্মমানের মেশিন দিয়েছে। যার কারনেই ১ বছর যেতেনা যেতেই অকেজো হয়ে পড়েছে সেগুলো। আবার ওই কম্পানি কথা মত সার্ভিস না দিয়ে জিম্মি করে মেরামত কাজে লাগানো যন্ত্রাংশেরও বেশি দাম ধরেন। নিম্মমানের মেশিনের কারনে এখন পর্যন্ত বিনিয়োগের টাকা তুলতে না পারলেও সুদসহ বাকি টাকার জন্য বারবার চাঁপ দিচ্ছেন। মেশিন নিয়ে যাওয়া সহ চেকের মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।