প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাট সদর  ইউনিয়নে অবৈধভাবে খাল ভরাট; পানিবন্দি পনেরো পরিবার

ভোলাহাট সদর  ইউনিয়নে অবৈধভাবে খাল ভরাট; পানিবন্দি পনেরো পরিবার

503
0
বি.এম রুবেল আহমেদ-ভোলাহাটঃ
চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের শিকারী গ্রামের পাশ দিয়ে হাউসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিকারী জামে মসজিদ পর্যন্ত  সদর ইউনিয়নের অধিনস্থ খালটি অবৈধভাবে মাটি ভরাট করেছে এক কুচক্রী মহল।ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে অাশপাশের অনন্ত পনেরোটি পরিবার হয়েছে পানিবন্দি। প্রায় এক মাস ধরে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। বিষয়টি নিয়ে  সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ এর সাথে কথা বলে জানা গেছে বারবার অবৈধভাবে দখলদারদের নোটিশ করার পরও তারা বেঅাইনিভাবে ভোগদখল করে অাছে।তবে তিনি অারও জানান উপজেলাব্যাপি চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের  অংশ হিসেবে অবৈধভাবে দখল হওয়া খালটি অচিরেই  দখলমুক্ত হবে।