গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহী গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম(৬০) ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহে রাজিউন।মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন গুণাবলী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায় রেজাউল করিম দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন ১৩/৭/২০২৪ /সকাল ৬টা ৪০ মিনিটে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হার্টের পার্শ্ববর্তী তালধারী নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। আজ বিকেল ৪ টায় তালধারী গোরস্থানে জানাজা সম্পূর্ণ হয়েছে। জানাজাও দোয়া পরিচালনা করেন শায়খ নুহির উদ্দিন পীর সাহেব নাজিরপুরী । এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রাজাবারিহাট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান, রাজাবাড়ীহাট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাফু রুদ্দিন, রাজাবাডী হাট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, রাজাবাড়ি হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, অধ্যাপক মুজিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক হায়দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুর রহমান , জাতীয় পার্টির নেতা মিনারুল ইসলাম কালু, গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী, ৭ নং দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন সাগর, ৮ নংওয়ার্ডের সাবেক মেম্বার আসাদুল হক, উপজেলা যুবলীগের নেতা স্বপন, রাজশাহী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দেওপাড়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থীশফিউল করিম ইমন মন্ডল,রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল, সহ,শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ওই কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ১৯৯৫ সালে রেজাউল করিম রাজাবাড়ি হাট ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন, ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজাবাড়ী হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন রেজাউল করিম।