প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে গাগরন্দ গ্রামের মাটির রাস্তাটি চলাচলের অযোগ্য 

তানোরে গাগরন্দ গ্রামের মাটির রাস্তাটি চলাচলের অযোগ্য 

249
0
সাইদ সাজু, তানোর থেকে:  তানোরে গাগরন্দ গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি পাঁকা করা হয়নি।
মাটির এই রাস্তাটি চলাচলের অযৌগ্য হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।
বর্ষাকাল এলেই গাগরন্দ গ্রামের জনসাধারণ কে যুদ্ধ করতে হয় কাঁদা মাটির সঙ্গে, কিছুদিন আগে স্বল্প কিছু ইয়ারিং( ইট সোলিং) রাস্তা হলেও সম্পূর্ণ রাস্তা হয়নি ফলে জনদুর্ভোগ থেকেই গেছে সেই গাগরন্দ গ্রামের জনসাধারণের।
গাগরন্দ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় যে,গাড়ি তো দূরের কথা পাঁয়ে হেটে চলাচলের অযোগ্য হয়ে আছে সেই রাস্তাটি। এই গ্রামে বর্ষাকালে অসুস্থ রোগীকে খাঁটি মাটিতে করে নিয়ে রাস্তায় আসা হয়।
এমনতো অবস্থায় গ্রামবাসী নিরুপায় হয়ে এমপি আলহাজ ওমর ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না সহ চান্দুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন জনদুর্ভোগে থাকা গাগরন্দ গ্রামে জনসাধারণ।
পাঁকা রাস্তা চায়না হিয়ারিং বাম চাই তানোর উপজেলার চান্দুরিয়া ইউপির ১ নং ওয়ার্ড গাগরন্দ গ্রামের জনসাধারন।