প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে ওরাও সম্প্রদায়ের কারাম উৎসব অনুষ্ঠিত 

তানোরে ওরাও সম্প্রদায়ের কারাম উৎসব অনুষ্ঠিত 

149
0
সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোরে জমকালো ও জাকজমক ভাবে আদিবাসী ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিন ব্যাপি চুনিয়া পাড়া আদিবাসী পাড়ায় অনুষ্ঠিত কারাম উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আদিবাসী ওরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কারাম উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
মুন্ডমালা পৌর এলাকার চুনিয়া পাড়া আদিবাসী ওরাও সম্প্রদায়ের দীঘরি রাজা পরিষদের রাজা মোজেন্দ্রনাথ আখড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
 পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,  তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, মুন্ডমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মারান্ডি প্রমুখ।
দীঘরি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কারাম অনুষ্ঠানে আগত অতিথিদের ঐতিহ্য অনুযায়ী আদিবাসি ওরাও সম্প্রদায়ের সাংস্কৃতিতে বরণ করে নেন।