প্রচ্ছদ উপজেলার খবর ভোলাহাট উপজেলায় বাল্যবিবাহ মাদক চোরাচালান নির্মূল এবং গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন উপলক্ষে উম্মুক্ত...

ভোলাহাট উপজেলায় বাল্যবিবাহ মাদক চোরাচালান নির্মূল এবং গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন উপলক্ষে উম্মুক্ত আলোচনা

251
0

বি.এম রুবেল আহমেদ : ভোলাহাট উপজেলায় বাল্যবিবাহ মাদক চোরাচালান নির্মূল এবং গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন উপলক্ষে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট সদর ইউনিয়নের আয়োজনে ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সকল পেশাজীবিদের নিয়ে ইউপি চত্বরে উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উম্মুক্ত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ ছবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন,সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অধ্যক্ষ মাসুদ রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামিউল বাশির, ইউপি সদস্যসহ সকল পেশাজীবিরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন ।
সভার আলোচনায় প্রত্যেক গ্রামে ১৫ সমস্য বিশিষ্ট একটি করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের বিষয় উঠে আসে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে অভিযোগ বক্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে মানুষ তাদের অভিযোগ লিখিত আকারে জানাতে পারে। অভিযোগকারীর তথ্য গোপন রেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে দায়িত্বশীলরা জানান।