আব্দুল খালেক: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা আন্তঃজেলা ফেরীঘাটে মানুষের উঠানামায় বেশ ভোগান্তি হচ্ছে।
সরজমিনে গিয়ে জানা যায়, মহানন্দা নদীর এ ফেরীঘাটটি ব্রিটিশ আমল থেকে অদ্যবধি চালু রয়েছে।
এখনও নদীর উভয় তীরবর্তীর জনসাধারণের পারাপারের জন্য ব্যবহার হয়ে আসছে।
ফেরীঘাটটির পশ্চিমাংশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের চরবালিয়াঘাট্টা গ্রাম, ইসলামপুর ইউনিয়ন, দেবীনগর ইউনিয়নসহ অন্যান্য এলাকার বাসিন্দাদের যাতায়াতের একটি সহজ পথ।
জনবহুল এ ঘাটটি দিয়ে দিনে শত শত স্কুলগামী শিক্ষক-শিক্ষার্থী, বৃদ্ধসহ নানান পেশার মানুষ যাতায়াত করে থাকেন। ইসলামপুর ইউনিয়নসহ আশেপাশের জনগনের রাজশাহী যাওয়ার একটি সহজ পথ এই ফেরিঘাটটি।
তবে ফেরীঘাটটি অনেক ঢালু হওয়ায় বৃদ্ধ, নারী ও শিশুদের নৌকা থেকে নেমে তীরে উঠতে বেশ বেগ পেতে হয়।
মোটরসাইকেল ও বাই সাইকেল নিয়েতো উঠায় যায়না। অনেক সময় বৃদ্ধরা পড়েও যায় বলে জানা গেছে।
ঘাটটিতে উঠানামার জন্য রেলিংসহ সিঁড়ি করে দিলে বৃদ্ধ, নারী ও শিশুদের উঠানামায় অনেক সহজতর হতো বলে মনে করেন এলাকাবাসী।
বর্তমান ঘাটের ইজারাদার মোঃ খাইরুল ইসলাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানান, আগত বর্ষাকালের আগেই যদি ঘাটটি সংস্কার এবং সিঁড়িসহ রেলিং করে দেয়া হতো তাহলে ঘাটের উভয় এলাকার মানুষের যাতায়াতে কষ্ট হ্রাস পেত। তিনি ঘাটটিতে একটি টোলঘর নির্মাণ করে দেয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা রবিউল ইসলাম ঘাটটি পরিদর্শন করে সিঁড়িসহ রেলিং ও টোলঘর নির্মাণ করে দিতে উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।