ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোন সুরাহা পাননি প্রতিবন্ধী আব্দুর রাকিব। বিগত সরকারের আমলে প্রশাসনে বিচার চেয়ে ব্যর্থ হয়ে দীর্ঘদিন পর বৃহস্পতিবার ১৩ মার্চ ‘২৫ বেলা সাড়ে ১১টায় ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আব্দুর রাকিব। লিখিত বক্তব্যে থানায় দায়ের করা অভিযোগপত্র পাঠকালে প্রতিবন্ধী আব্দুর রাকিব বলেন, আমার জমি ধরমপুর মৌজার জেএল নং-১৫, খতিয়ান নং-আরএস-৪০৮ ও প্রস্তাবিত খংনং ৬১৬/৭৫৫, জমির পরিমান- ১.৩০০ একর মধ্যে .৩১২২ একর আমার রেকর্ডিয় সম্পত্তি। দীর্ঘদিন ধরে নানা অজুহাত দেখিয়ে আমার এ জমি সংলগ্ন আরেক জমির মালিক বিবাদী মোঃ সেলিম রেজা আমার উল্রেখিত জমি ক্রয়ের জন্য বারবার প্রস্তাব দিতে থাকে। আমি রাজী না হলে গত ২৫ ফেব্রুয়ারী ‘২৫ তারিখে সকাল সোয়া ১০টায় আমি জমিতে থাকা অবস্থায় বিবাদী সেলিম ও তার দলবল নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায়। সে সময় আমাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ জমি বিক্রির বল প্রয়োগ করে আমাকে ধাক্কাধাক্কিসহ মারপিট শুরু করে। এমতাবস্থায় আমি বেকায়দায় পড়ে চিৎকার আরম্ভ করি। সে সময় কিছু স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে ঘটনার পরিবেশ শান্ত করে। পরে বিবাদী সেলিম ও তার দলবলের লোকেরা উপস্থিত জনতার সামনেই জমি বিক্রি করে আমার নামে ঐ জমি রেজিস্ট্রি না দিলে প্রাণে শেষ করে ফেলবো বলে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। রাকিব আরও বলেন, আওয়ামীলীগ আমলে সেলিম দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে আমার পাঁচ শতাংশ জমি দখল করে রেখেছে। ছবি ক্যাপশন : ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন প্রতিবন্ধী আব্দুর রাকিব।