জিখবর ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২০০৬ সালে সংঘটিত পল্টন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ন আলী মাস্টার, বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ড. মোঃ ওবাইদুল্লাহ, আলহাজ্জ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
২০০৬ সালের বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের লগিবৈঠার আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়। সে হত্যাকান্ডের এখন পর্যন্ত কোন বিচার হয়নি। জামায়াত কর্মীদের হত্যার দায়ে তৎকালীন দায়িত্বে থাকা আ’লীগের নেতা-কর্মীদের আইনের মুখোমুখি হতে হবে।

















